ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা দিয়ে ধ্বংস হবে না : আরাগচি
ইরানের পারমাণবিক শক্তি সংক্রান্ত জ্ঞান ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ মঙ্গলবার (১ জুলাই) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘বোমা হামলার মাধ্যমে (শান্তিপূর্ণ ইউরেনিয়াম) সমৃদ্ধকরণের প্রযুক্তি ও বিজ্ঞানকে মুছে ফেলা যায় না।’ খবর প্রেস টিভির।