Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা। অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই। তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। আরো বলেন, আওয়ামী লীগের দোসররা টাকা দিয়ে ফ্যাসিবাদবিরোধীদের দুর্নাম করতে এসব করাচ্ছে। এদিকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এটা স্রেফ একটা পরকীয়ার ঘটনা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী দুজনকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতেছিল। পরে আটক করে ভিডিও করে!

29 Jun 25 1NOJOR.COM

মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর: রিজভী

নিউজ সোর্স

মুরাদনগরের অপকর্মে আ.লীগ নেতা জড়িত: রিজভী

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি ‘বিএনপি কর্মী নয়’ বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।