অন্তর্বর্তী সরকারের এক বছর : কূটনীতিতে ড. ইউনূসের প্রভাব
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের ক্ষমতার পতন ঘটে। তার তিন দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আগামীকাল (৮ আগস্ট) এই সরকারের এক বছর পূর্ণ হবে। এই এক বছরে কূটনীতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের ভূমিকা বা প্রভাব কেমন ছিল- তা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।