Web Analytics

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বছর পূর্ণ করলো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে, যেখানে জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মান অগ্রাধিকার পেয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সরকারের কূটনৈতিক সাফল্য যেমন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করা এবং ভারতের সঙ্গে দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা তুলে ধরেন। সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ, বৈশ্বিক দূতাবাস সম্প্রসারণ ও প্রবাসী কল্যাণে অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল থাকলেও বাস্তববাদী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত আছে।

07 Aug 25 1NOJOR.COM

ড. ইউনূসের কূটনৈতিক প্রভাবের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক বছর

নিউজ সোর্স

অন্তর্বর্তী সরকারের এক বছর : কূটনীতিতে ড. ইউনূসের প্রভাব

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের ক্ষমতার পতন ঘটে। তার তিন দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আগামীকাল (৮ আগস্ট) এই সরকারের এক বছর পূর্ণ হবে। এই এক বছরে কূটনীতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের ভূমিকা বা প্রভাব কেমন ছিল- তা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।