Web Analytics

সুদানের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহর দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। আরএসএফ চলতি সপ্তাহে নতুন করে আল-ফাশের শহরে হামলা শুরু করেছে। শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। শিবিরটির বড় অংশ এখন আরএসএফের নিয়ন্ত্রণে। এদিকে জাতিসংঘ বলছে, এটি ক্রমেই জাতিগত সংঘাতে রূপ নিচ্ছে এবং দুপক্ষই সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে, দখল করা এলাকায় অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলনীতি চালাচ্ছে আরএসএফ।‌ অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে আরএসএফ।

20 Sep 25 1NOJOR.COM

সুদানে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

নিউজ সোর্স