Web Analytics

মিরপুরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকেও খুঁজছে! এ ঘটনায় সোমবার মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন, হুর এ জান্নাত। অভিযোগ, অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

Card image

নিউজ সোর্স

জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা গ্রেফতার, জান্নাতকে খুঁজছে পুলিশ

রাজধানীর মিরপুরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে আলোচিত টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।