Web Analytics

মিরপুরে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকেও খুঁজছে! এ ঘটনায় সোমবার মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন, হুর এ জান্নাত। অভিযোগ, অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

Card image

Related Threads

logo
No data found yet!