বান্দরবানের হাটগুলোতে পাহাড়ি গরুর চাহিদা বেশি
বান্দরবানে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানি পশুর হাট। পুরোদমে চলছে বেচাকেনা। জেলার হাটগুলোতে আসা ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে পাহাড়ি গরু। খামারিদের মোটাতাজা গরুর চেয়ে পাহাড়িদের গৃহপালিত ছোট-বড় বিভিন্ন দামের গরুই বেশি কিনছে ক্রেতারা।