Web Analytics

ঈদুল আজহা সামনে রেখে বান্দরবানের কুরবানি পশুর হাটগুলোতে জমজমাট কেনাবেচা চলছে। খামারের গরুর চেয়ে পাহাড়িদের গৃহপালিত গরুর চাহিদা বেশি, কারণ এগুলোর দাম তুলনামূলক কম ও আকারে বৈচিত্র্যপূর্ণ। রাজার মাঠ, কালাঘাটা, বালাঘাটা ও সাঙ্গু নদীর পাড়ের হাটগুলোতে ভিড় জমেছে। তবে কিছু বিক্রেতা বলছেন, ক্রেতার সংখ্যা আশানুরূপ নয় ও দাম কম পাচ্ছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে, চাঁদাবাজি ও জাল নোট ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

05 Jun 25 1NOJOR.COM

বান্দরবানে জমজমাট কুরবানি হাট, পাহাড়ি গরুর চাহিদা বেশি

নিউজ সোর্স

বান্দরবানের হাটগুলোতে পাহাড়ি গরুর চাহিদা বেশি

বান্দরবানে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানি পশুর হাট। পুরোদমে চলছে বেচাকেনা। জেলার হাটগুলোতে আসা ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে পাহাড়ি গরু। খামারিদের মোটাতাজা গরুর চেয়ে পাহাড়িদের গৃহপালিত ছোট-বড় বিভিন্ন দামের গরুই বেশি কিনছে ক্রেতারা।