Web Analytics

শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দখলকৃত পশ্চিম তীরে তিনদিনের অভিযানে ৩ হাজারেরও বেশি জলপাই গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী, যা অঞ্চলটির কৃষকদের জীবিকা নির্বাহের মূল উপাদান। একমাত্র সহায়-সম্বল হারিয়ে অনেক ফিলিস্তিনি কৃষকই এখন নিঃস্ব। মূলত, এক ইসরায়েলি নাগরিক গুলিবিদ্ধের ঘটনায় আল মুঘায়্যির গ্রামে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। মাত্র ৭২ ঘণ্টার অভিযানে ঘর-বাড়িতে তাণ্ডব তো ছিলোই, রেহায় পায়নি কৃষিজমিও। প্রায় ৫০০ একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি নির্মমতায়। উপড়ে ফেলা হয়েছে ৩ হাজার ১শ’টিরও বেশি জলপাই গাছ। এসব গাছেই জীবিকা নির্বাহ করতো গ্রামটির প্রায় চার হাজার বাসিন্দা। কৃষকরা বলছে, তারা হয়তো আমাদের গাছপালা-বাগান উপড়ে ফেলতে পারে কিন্তু আমাদের কখনওই উপড়ে ফেলা যাবে না। আমরা প্রতিরোধ করব। আমাদের শেকড় আমাদের জলপাই গাছের চেয়েও গভীর।

Card image

নিউজ সোর্স

পশ্চিম তীরে ৩ হাজারেরও বেশি বৃক্ষ নিধন নেতানিয়াহু বাহিনীর

শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী। প্রকৃতির প্রতিও নির্মমতার জানান দিয়ে যাচ্ছে আইডিএফ। দখলকৃত পশ্চিম তীরে তিনদিনের অভিযানে ৩ হাজারেরও বেশি জলপাই গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী, যা অঞ্চলটির কৃষকদের জীবিকা নির্বাহের মূল উপাদান। একমাত্র সহায়-সম্বল হারিয়ে অনেক ফিলিস্তিনি কৃষকই এখন নিঃস্ব।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।