Web Analytics

বৃহস্পতিবার বনশ্রীত নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নারী সাংবাদিক বলেন, রাত সাড়ে ৭টা থেকে ৮টার দিকে আমি এবং আমার ছোট ভাই বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে ছিলাম। এ সময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে‌। ঘটনাটি সামাজিকভাবে ভাইরাল হওয়ার পর মামলা হয়।

03 Apr 25 1NOJOR.COM

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেফতার ৩

নিউজ সোর্স

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেফতার ৩

রাজধানীর বনশ্রী এলাকায় বহুল পরিচিত একটি ইংরেজি দৈনিকের নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।