মতিঝিলে স্বর্ণ ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীম (৩৫)।