বিএনপির ভাইস চেয়ারম্যান : মতৈক্য কমিশন এখন মতানৈক্য কমিশনে পরিণত হচ্ছে
অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি মতৈক্য কমিশনের মিটিংগুলোতে হৈচৈ হচ্ছে। সেখানে বিভ্রান্তি হচ্ছে, বয়কট হচ্ছে। মতৈক্য কমিশন তাদের অ্যাজেন্ডার বাইরে অনেকগুলো অ্যাজেন্ডা নিয়েছে। এতোগুলা অ্যাজেন্ডা বাস্তবায়নের কাজ ওই কমিশনের নয়। প্রতিনিয়ত মতৈক্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে।’