সংসদীয় সীমানা পুননির্ধারণে আপত্তি জানিয়ে ১৭৬০টি আবেদন
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তখন বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে ইসিতে। সে অনুযায়ী, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে ইসিতে।