ব্যানারে-স্লোগানে খালেদা, তারেকের সঙ্গে জোবাইদার নাম
লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনকে বরণ করে নিতে আসা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। স্লোগানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের পাশাপাশি উচ্চারিত হচ্ছে তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নাম।