বিআরটিসি এবার কোস্টার কেনার পরিকল্পনা করছে
বাণিজ্যিক ভিত্তিতে বাস ও ট্রাক পরিচালনার পাশাপাশি এবার কোস্টার বা ছোট বাস কেনার পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য স্টাফ বাস পরিষেবা হিসেবে এটি চালু করতে চায় তারা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনা তুলে ধরা হয়।