Web Analytics

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান উৎসব সাংগ্রাইয়ে জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা। প্রচলিত আছে জলকেলির মাধ্যমে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা ভাবের আদান প্রদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার বিকালে কুহালং ইউনিয়নের হেডম্যানপাড়ায় সাঙ্গু নদীর চরে জলকেলি উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা শিল্পীরা নাচে গানে উৎসব মাতিয়ে তোলেন। দলবদ্ধ নারী-পুরুষ নৌকাবাইচ প্রতিযোগিতা এবং তৈলাক্ত বাঁশ আরোহণের আয়োজন চলে। অপরদিকে বান্দরবানের উজানিপাড়া, জাদীপাড়াসহ পাহাড়ি পল্লিগুলোতে সোমবারও রাতব্যাপী হরেক রকমের পিঠা তৈরির প্রতিযোগিতা চলে। সোমবার ধর্মীয় বিধিবিধানও পালন করছেন তারা।

Card image

নিউজ সোর্স

সাংগ্রাই উৎসব, জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা। প্রচলিত আছে মৈত্রী পানিবর্ষণ বা জলকেলির মাধ্যমে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা ভাবের আদান প্রদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।