Web Analytics

ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো সরকারই বাংলাদেশে এক মুহূর্তও টিকতে পারবে না। সুতরাং ইসলামবিরোধী অবস্থানের পক্ষ নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবেন না। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি­ অভিমুখে লংমার্চ করা হবে। আরো বলেন, গাজায় বর্বর ইসরাইলের গণহত্যা চলছে। আর কসাই মোদি সরকার ভারতকে মুসলিমশূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

24 Apr 25 1NOJOR.COM

ইসলামবিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না: মামুনুল হক

নিউজ সোর্স

ইসলামবিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না

বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশ থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।