Web Analytics

সীমান্ত নদী জাদুকাটার নৌপথে বিদেশি মদসহ চোরাচালানের আনা গরুর চালান জব্দ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল সোমবার দুপুরে জাদুকাটা নদীর নৌপথে অভিযান চালিয়ে কার্টনভর্তি ২৮৪ বোতল বিদেশি মদ জব্দ করে। একই দিন ভোররাতে পেকপাড়া ও বাঁশতলা বিওপির বিজিবি টহল দল সীমান্তের মোকামছড়া এবং জুমগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭টি গরু)ষ জব্দ করে।

Card image

নিউজ সোর্স

সীমান্ত নদীতে বিদেশি মদ ও গরুর চালান জব্দ

সীমান্ত নদী জাদুকাটার নৌপথে বিদেশি মদসহ চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গবাদিপশুর (গরু) চালান জব্দ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।