Web Analytics

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে সমাবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সন্ত্রাসী হোক যেই দলেরই, তাকে রক্ষা করা যাবে না। গণতান্ত্রিক ছাত্র জোটও একই দাবিতে মিছিল ও সমাবেশ করে। বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং দেশে কোনো দলকে সন্ত্রাসের রূপ নিতে না দেওয়ার অঙ্গীকার জানান।

12 Jul 25 1NOJOR.COM

মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

নিউজ সোর্স

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।