নতজানু থেকে আত্মমর্যাদার পররাষ্ট্রনীতি : ড. ইউনূস কি পুনরুজ্জীবিত করছেন জিয়ার কৌশল?
দক্ষিণ এশিয়ার অস্থির ভূরাজনীতিতে পুরনো ইতিহাস প্রায়ই ফিরে আসে নতুন মুখোশে। ২০২৪ সালের বিপ্লবের মাঝে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে উঠে আসা ড. মুহাম্মদ ইউনূস এমন এক কূটনৈতিক পথ অনুসরণ করছেন, যা স্পষ্টভাবে ১৯৮০-এর দশকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিকে মনে করিয়ে দেয়। দশকের ব্যবধানে দুজনের রাজনীতি ভিন্ন হলেও অভিন্ন ছিল এবং আছে একটি চ্যালেঞ্জ— ভারতের আঞ্চলিক আধিপত্য মোকাবেলা করে বাংলাদেশের সার্বভৌম অবস্থানকে মজবুত করা।