৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের পাল্টা হামলা, রয়টার্সের প্রতিবেদন
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করছে, ইরান খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালাতে পারে। দুইজন শীর্ষ মার্কিন কর্মকর্তা সোমবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও এমন হামলা “আগামী এক-দুই দিনের মধ্যেই” হতে পারে।