Web Analytics

বিবিসির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার বলেছেন, মহাপরিচালক টিম ডেভি ও প্রধান নির্বাহী ডেবোরাহ টারনেসের পদত্যাগের পর প্রতিষ্ঠানটি এখন চরম বিশৃঙ্খলা ও নেতৃত্বহীন অবস্থায় পড়েছে। ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। রেডিও ফোরে অলিভার বলেন, বিবিসি এখন দিশাহারা, আর চেয়ারম্যান সমির শাহ পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছেন। টিম ডেভি স্বীকার করেছেন, ভুল হয়েছে এবং দায় তারই। ডেবোরাহ টারনেস জানিয়েছেন, কঠিন সিদ্ধান্ত হলেও পদত্যাগই ছিল সঠিক পথ। বিশ্লেষকদের মতে, এই সংকট বিবিসির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপর বড় আঘাত হানছে।

10 Nov 25 1NOJOR.COM

বিবিসির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার বলেছেন, মহাপরিচালক টিম ডেভি ও প্রধান নির্বাহী ডেবোরাহ টারনেসের পদত্যাগের পর প্রতিষ্ঠানটি এখন চরম বিশৃঙ্খলা ও নেতৃত্বহীন অবস্থায় পড়েছে

নিউজ সোর্স

বিবিসি এখন বিশৃঙ্খল, দিশাহারা ও নেতৃত্বহীন: সাবেক কর্মকর্তা

বিবিসি এখন বিশৃঙ্খল, দিশাহারা ও নেতৃত্বহীন অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার। বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অলিভার এ কথা বলেন।