নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ২০ দফা ঘোষণা
নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সাতটি নারী নেতৃত্বাধীন সংগঠন। নারী উন্নয়ন শক্তি আয়োজিত এক সভার মাধ্যমে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছে নারী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পৃথকভাবে মোট ২০ দফা দাবি নির্ধারণ করেছে তারা।