ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প, ভাণ্ডারিয়ায় কোটি টাকা লোপাট
পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৮৫ ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সংযোগ এখনো পৌঁছায়নি। কাজ না করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার অ্যাকসেস টেলিকমের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর আওতায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২শ ৪৪টি প্রতিষ্ঠান রয়েছে। এ প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার আবেদন করেছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় পিরোজপুর ও ঝালকাঠি জেলার ৮৫ ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সংযোগ এখনো পৌঁছায়নি। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা ২শ ১১টি, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ৮টি, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের আওতায়ধীন ২৪টি, উপজেলা আইসিটি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র ১টি।