Web Analytics

ঢাকায় ফিরতি মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোতে টিকিটের মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এই অভিযোগে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহণ, সেন্টমার্টিন সিবিসি পরিবহণসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। অতিরিক্ত ভাড়া ফেরত পাওয়াতে যাত্রীরা মহাখুশি।

05 Apr 25 1NOJOR.COM

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিলেন ইউএনও

নিউজ সোর্স

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি এসব মানুষদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।