দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি এসব মানুষদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।