Web Analytics

রোববার সকাল থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। চিকিৎসকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য, সামজিক বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে তাদের এ কর্মসূচি। রোগীদের স্বার্থে জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ চালু রয়েছে। আন্দোলনরতা বলেন, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রশাসন ক্যাডারে স্বাস্থ্য ক্যাডার থেকে পদায়ন দেওয়া হয় না। প্রশাসন ক্যাডার চিকিৎসকদের নিয়ন্ত্রণ করে। আর্থিক এবং সামাজিক বৈষম্যও আছে। এ তিন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অপরদিকে রোগীরা ধর্মঘটের ফলে বিড়ম্বনায় পড়েছে।

Card image

নিউজ সোর্স

লক্ষ্মীপুরে চিকিৎসকদের কর্মবিরতি

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। রোববার সকাল থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেওয়া কর্মসূচি পালন করছেন তারা।