দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলা ৫ অক্টোবর রোববার জানায়, তাদের বিশেষ দুই পর্বের সাক্ষাৎকারটি ৬ ও ৭ অক্টোবর সকাল ৯টায় সম্প্রচার করা হবে—বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে। দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনে থাকা তারেক রহমান রাজনীতি, নির্বাচন ও জাতীয় বিষয় নিয়ে কথা বলেছেন এতে। ভার্চুয়ালি দলের কার্যক্রম পরিচালনা করলেও এতদিন তিনি কোনো গণমাধ্যমে সরাসরি কথা বলেননি। হাইকোর্টের নিষেধাজ্ঞা ২০২৪ সালের ৫ আগস্ট প্রত্যাহারের পর এই সাক্ষাৎকার দেশব্যাপী ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
দুই দশক পর বিবিসি বাংলায় তারেক রহমানের প্রথম গণমাধ্যম সাক্ষাৎকারের একটি দৃশ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।