ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগ করেনি পুলিশ: ডিএমপি
রাজধানীর নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি। তিনি বলেন, কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। দশটার দিকে তাদের সরে যেতে অনুরোধ করলেও না গেলে এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ সরিয়ে দেয়। পরে পুনরায় অবরোধ করলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি। কেউ কেউ এ নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন: ডিএমপি
রাজধানীর নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।