কুয়াকাটায় বরফ সংকটে মাছ ধরতে সাগরে যেতে পারছেন না জেলেরা
গভীর সাগরে মাছ শিকারের পর তা সংরক্ষণের জন্য বরফের প্রয়োজন পড়ে জেলেদের। সাগরে যাওয়ার আগেই মাছ ধরা ট্রলারগুলোয় পর্যাপ্ত বরফ মজুদ রাখা হয়। তবে ইলিশের ভরা মৌসুমে পটুয়াখালীর মহিপুরে দেখা দিয়েছে বরফ সংকট, যা মিলছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামে। বর্তমানে ১৫০ টাকার বরফের ক্যান ২০০-২৫০ টাকা বিক্রি হচ্ছে। গত সোমবার থেকে এমন অবস্থা সৃষ্টি হওয়ায় সাগরে যেতে পারছেন না জেলেরা।