উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
উপদেষ্টা নাহিদ ও তার বাবাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগের কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাইফ আল মাহমুদ। সেখানে তিনি নাহিদ ও তার বাবার নামে বিভিন্ন কথা লিখেন। শেষে নাহিদ ওই পোস্টে কমেন্ট করে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন দেখতে যাওয়ার চ্যালেঞ্জ জানান। এবং এসব অভিযোগের সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা লিখেন নাহিদ। এর পর সাইফ আল মাহমুদ নামের এই যুবক পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে একটি স্ট্যাটাস দিয়ে নাহিদের কাছে ক্ষমা চেয়েছেন।