সাকিবকে ছেড়ে দিলো মেজর লিগ ফ্র্যাঞ্চাইজি
সাকিব আল হাসানের বিপদ যেনো কিছুতেই কাটছে না। রাজনীতিতে যোগদানের পর থেকেই তা যেনো আরও বেশি দেখা যাচ্ছে। এবার সাকিবের জন্য এলো আরেকটি দুঃসংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারকে আসন্ন মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। কিন্তু সাকিব আল হাসান এই দলের হয়ে সবশেষ মৌসুমে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৬০ রান করেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে একটি উইকেটও তুলে নিয়েছিলেন।