বিহারে এনডিএর ঝড়ো বিজয়, এবার মোদির নজর বাংলায়
বিহার বিধানসভা নির্বাচনের গণনা শেষের আগেই স্পষ্ট হয়ে গেছে, বিজেপি–জেডিউ জোট এনডিএ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে। সর্বশেষ সরকারি ট্রেন্ড অনুযায়ী ২৪৩ আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে এগিয়ে, আর মহাজোট মাত্র ৩৫টি আসনে লড়াই ধরে রেখেছে। বিজেপি