Web Analytics

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এক বিরল ও বিস্ময়কর ঘটনার জন্ম হয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরে একটি কয়লাবাহী জাহাজে প্রায় তিন মণ ইলিশ জাল ছাড়াই লাফিয়ে উঠে পড়ে। এমভি কেএসএল গ্লাডিয়েটর নামের জাহাজটির নাবিকরা জানান, হঠাৎই ছোট ছোট ইলিশের দল জাহাজের দুই পাশ বেয়ে উঠে আসে এবং মুহূর্তেই ডেকে ছড়িয়ে পড়ে রুপালি মাছ। প্রকৌশলী রবিউল হোসেন ঘটনাটির ভিডিও ধারণ করে সাংবাদিকদের দেখান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার জানান, বড় শিকারি মাছের তাড়া, জাহাজের আলো, ইঞ্জিনের কম্পন ও প্রপেলারের শব্দে আতঙ্কিত হয়ে ইলিশগুলো জাহাজের দিকে ছুটে এসে লাফিয়ে পড়ে থাকতে পারে। নাবিকরা একে জীবনে একবার দেখা যায় এমন দৃশ্য বলে বর্ণনা করেছেন।

30 Nov 25 1NOJOR.COM

বঙ্গোপসাগরে জাহাজে তিন মণ ইলিশ লাফিয়ে উঠে নাবিকদের বিস্মিত করেছে

নিউজ সোর্স

গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ

সাধারণত জাল পেতেই মাছ ধরা হয়। কিন্তু এই মাছ ধরতে কোনো জাল লাগেনি। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠেছে ইলিশ। এক-দুইটি নয়, বৃষ্টির মত প্রায় তিন মণ ইলিশ উঠেছে জাহাজটিতে। 
পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার