গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ
সাধারণত জাল পেতেই মাছ ধরা হয়। কিন্তু এই মাছ ধরতে কোনো জাল লাগেনি। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠেছে ইলিশ। এক-দুইটি নয়, বৃষ্টির মত প্রায় তিন মণ ইলিশ উঠেছে জাহাজটিতে।
পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার