Web Analytics

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজনকে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে আনা এসব ডিসপ্লে কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পাচার করা হবে। রবিবার দিবাগত রাতে চেকপোস্টে সন্দেহজনক এক ব্যক্তিকে ইজিবাইকে আসতে দেখে থামিয়ে তল্লাশি চালিয়ে ১,০৪৮টি ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। ইজিবাইকে যাত্রী সেজে থাকা মো. সোহাগকে ঘটনাস্থলেই আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা। আটক আসামি ও জব্দ মালামাল লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর, এতে বাজারের ভারসাম্য নষ্ট হয় এবং সরকার রাজস্ব হারায়। বিজিবি এসব কর্মকাণ্ড প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে।

05 Jan 26 1NOJOR.COM

লালমনিরহাট সীমান্তে ১,০৪৮ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ, একজন আটক

নিউজ সোর্স

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ আটক ১ | আমার দেশ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২: ১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৩: ০১
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজনকে আটক করেছেন লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা।