আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি
লিবারেল ডেমোক্রেটিভ পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম। আমার কথা রাখলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে। বিশ্বের প্রতিটি স্বৈরশাসকের এভাবেই পতন হয়েছে।