সেই কিশোরী সুবা নওগাঁয় র্যাব হেফাজতে, প্রেমিক পলাতক
ঢাকা মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁর আরজি মধ্যপাড়া থেকে র্যাব উদ্ধার করেছে। সকাল থেকে পুলিশ ও র্যাব তাকে এবং এক তরুণকে খুঁজছিল। সুবাকে উদ্ধার করা হলেও ২১ বছরের মোমিন নামের ওই তরুণ এখনো পলাতক। মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় আসা সুবা টোকিও স্কয়ার মার্কেটের সামনে থেকে নিখোঁজ হয়। সিসি ক্যামেরার ফুটেজে তাকে মোমিনের হাত ধরে হাঁটতে দেখা যায়। তবে সুবার বাবা প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে প্রতারক চক্রের হাত থাকার সন্দেহ প্রকাশ করেছেন।