এআই ও স্টার্টআপের হাত ধরে আমূল পাল্টে যাচ্ছে জার্মানির প্রতিরক্ষা খাত
ইউক্রেনে যুদ্ধের পর ইউরোপের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে জার্মানির হেলসিং স্টার্টআপটি এআই ও সামরিক ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী হয়ে উঠেছে। গত মাসে তাদের মূল্যায়ন দেড় গুণ বেড়ে এক হাজার দুইশ কোটি ডলারে পৌঁছেছে, যা ইউরোপে প্রতিরক্ষা স্টার্টআপগুলোর মধ্যে সেরা। হেলসিংয়ের সহপ্রতিষ্ঠাতা গুন্ডবার্ট শার্ফ মনে করেন, ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তিতে এটাই ম্যানহাটন প্রকল্পের মতো যুগান্তকারী পরিবর্তন।