দৌলতদিয়া ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি কম
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তবে যাত্রীর চাপ বাড়লেও ছিল না যানজট। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি প্রস্তুত রাখা আছে। আপাতত যে গাড়িগুলো আসছে ১৫টি ফেরি দিয়ে পার করানো হচ্ছে। দুটি ফেরি রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীর চাপ আরো বাড়লে ১৭টি ফেরিই চালানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।