Web Analytics

সিলেটের জিন্দাবাজারের সিতারা ম্যানশন এলাকার প্রিয় পাড়া-পোষা কুকুর ‘বজো’ ও তার পরিবারের নিখোঁজ হওয়ায় এলাকাবাসী ও প্রাণীপ্রেমিরা মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, নতুন খোলা ‘মেহমান রেস্টুরেন্ট’-এর লোকজন কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে বা হত্যা করেছে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এলাকায় থাকা কুকুরগুলোকে সবাই যত্ন নিতেন ও টিকা দেওয়া হয়েছিল। কেউ কেউ জানান, রেস্টুরেন্টের গার্ডরা কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে দূরে ফেলে দিয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তাদের ফোনও বন্ধ পাওয়া গেছে। মানববন্ধনে সাংবাদিক, পরিবেশপ্রেমী ও স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নিয়ে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

14 Nov 25 1NOJOR.COM

সিলেটে কুকুর বজো নিখোঁজে রেস্টুরেন্টের বিরুদ্ধে প্রাণীপ্রেমিদের মানববন্ধন

নিউজ সোর্স

কুকুরের সন্ধানে মানববন্ধন

সিলেটের জিন্দাবাজারের সিতারা ম্যানশনে সবার প্রিয় কুকুর ‘বজো’। সম্প্রতি ওই কুকুর ও তার পরিবার নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রিয় পাড়া-পোষা কুকুরদের খোঁজ না মেলায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন প্রাণীপ্রেমিরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।