প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি অগ্রিম আয়কর!
প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) বসানো হয়েছে- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। তারা বলছেন, এমনিতে কাঙ্ক্ষিত বিদ্যুৎ নেই, গ্যাস নেই, ব্যাংকে নেই টাকা। এত বিপদের মধ্যে নতুন করে সরকারের এ সিদ্ধান্ত। এটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে শিল্প খাত ধ্বংস হয়ে যাবে।