ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা ট্রাম্পের
ইউক্রেনের পরম মিত্র যুক্তরাষ্ট্র। দুই মাস আগেও এমনটাই জানতো বিশ্ব। কিন্তু জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। জটিল হতে শুরু করে মার্কিন-ইউক্রেন সম্পর্ক। এরই মধ্যে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যার জেরে আরও ঘনীভূত হতে থাকে সংকট। দ্বন্দ্বের জেরে এবার ইউক্রেনের যুদ্ধ রসদে লাগাম টানছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা করেছেন ট্রাম্প। এ বিষয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। দ্য টেলিগ্রাফ।