পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি ইউরোপের
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে ইরানের ওপর জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের প্রধান তিন দেশ— ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি (ই থ্রি)। তারা জানিয়েছে, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ সমঝোতার পথে দৃশ্যমান অগ্রগতি না ঘটলে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করে ২০১৫ সালের পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।