Web Analytics

টানা পাঁচ মাস বন্ধের পর মঙ্গলবার থেকে ক্লাশ শুরুর আশ্বাস দিয়েছেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। রোববার সন্ধ্যায় নবাগত উপাচার্য স্নাতক কোর্সের সকল বিভাগের ভিপি ও সিআরদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীদের এ আশ্বাস দিয়েছেন। উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, আমাদের ওপর আস্থা রাখুন। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর বিষয় নিয়ে আজ ভিসি স্যার আমাদের সঙ্গে মিটিং করবেন, ওই মিটিংয়ে ভিসি স্যার কি বলেন, সেটার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তের কথা আপনাদের জানাবো’। উল্লেখ্য, ইতোমধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

Card image

নিউজ সোর্স

মঙ্গলবার থেকে ক্লাস শুরুর আশ্বাস কুয়েট উপাচার্যের

মঙ্গলবার থেকে ক্লাশ শুরুর আশ্বাস দিয়েছেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।