Web Analytics

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র হুমকি ও নির্যাতনের কারণে এক বছর ধরে অনুপস্থিত থাকার পর, বান্দরবানের থানচি উপজেলার থান্দুইপাড়া গ্রামের বম সম্প্রদায়ের সাত সদস্য তাদের গ্রামে ফিরে এসেছেন। ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় পরিবারগুলোকে খাদ্য, আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। নিরাপত্তা ও পুনর্বাসনে সেনাবাহিনী সক্রিয় থেকে স্থানীয়দের নিরাপদে বাড়ি ফিরে আসার ব্যবস্থা করছে।

21 Jun 25 1NOJOR.COM

বান্দরবানে সেনা সহায়তায় বম পরিবারের গ্রামে প্রত্যাবর্তন

নিউজ সোর্স

n/a 21 Jun 25

বম পরিবার নিজ গ্রামে ফিরল সেনা সহায়তায়

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।