বম পরিবার নিজ গ্রামে ফিরল সেনা সহায়তায়
বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।