Web Analytics

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিংয়ে পাওয়া ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি ভারতে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি নিশ্চিত করেছেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সেই গাড়িটি ফেরত চেয়েছেন তিনি। ওই বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, ‘জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি তিনটি ফ্লোর ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। প্রায় তিন মাস আগে গাড়িটি এখানে এনে রাখা হয়। জাহিদ ও বেলাল স্যারের হেফাজতে গাড়িটি ছিল।'

10 Jun 25 1NOJOR.COM

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিংয়ে পাওয়া কোটি টাকার গাড়ি নিজেদের দাবি করে ফেরত চাইলেন আনারকন্যা ডরিন

নিউজ সোর্স

কোটি টাকার গাড়ি নিজেদের দাবি করে ফেরত চাইলেন আনারকন্যা ডরিন

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিংয়ে পাওয়া ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি নিশ্চিত করেছেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সেই গাড়িটি ফেরত চেয়েছেন তিনি।