রাজধানীতে বাড়ছে অগ্নিদুর্ঘটনা, সেনাবাহিনী সচেতন নির্দেশনা দিয়েছে
কিছুদিন ধরে ঢাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত একসপ্তাহের মধ্যে গুলশানের শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪ জন। এর পরপরই গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সেই রেশ না কাটতেই ভাসানটেক এলাকার আবুলের বস্তিতে আগুন লাগে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে এ সময় অগ্নিদুর্ঘটনা লেগেই থাকে।