Web Analytics

প্রধান উপদেষ্টা. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। ফলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সাধারণত যমুনায় প্রধান উপদেষ্টা অফিশিয়াল কার্য সম্পাদন করে থাকেন।

07 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। ফলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

নিউজ সোর্স

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।