Web Analytics

ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ এদিন পর্যন্ত বহাল থাকবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাবির করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ বিষয়ে আদেশ দেন। এর আগে, গতকাল সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। তবে, এর বিরুদ্ধে আপিল করলে ঘণ্টাখানেকেরও কম সময়ের মধ্যে স্থাগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে।

Card image

নিউজ সোর্স

ডাকসু নির্বাচন: বুধবার আপিল বিভাগে শুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আর হাইকোটের আদেশের বিষয়ে চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ এদিন পর্যন্ত বহাল থাকবে।