শিক্ষায় জাতীয় আয়ের ৬ শতাংশ ব্যয় করা উচিত: সলিমুল্লাহ
শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম ৬ শতাংশ ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম ৬ শতাংশ ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান বলেন, শ্রীলংকার নতুন সরকার তাদের শিক্ষা খাতে জাতীয় আয়ের ১০ শতাংশ ব্যয় করবে। শ্রীলংকার মতো যদি ১০ ভাগ নাও করতে পারি, অন্তত ৬ ভাগ তো করা উচিত। আরও বলেন, জাতিসংঘ বহু আগেই বলেছে, নিরক্ষরতা দূর করতে হলে একটি রাষ্ট্রকে তার জাতীয় আয়ের কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু আমাদের এখানে যখন এই কথা বলা হয়, তখন হোসেন জিল্লুর রহমানের মতো পণ্ডিতেরা বলেন- না না, এতে তো সব দালানকোঠা নির্মাণে শেষ হয়ে যাবে। আমি বলি, দালানকোঠার জন্য আলাদা বাজেট নির্ধারণ করুন। শিক্ষা খাতে চলমান ব্যয়ের যে অংশ, সেটা তো আপনাকে চালাতে হবে। এটা আপনি করবেন না, আবার গণতন্ত্রের কথা বলবেন- এটা কি আপনাকে মানায়?
শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম ৬ শতাংশ ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।