ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ
নাটোরের লালপুরে ঈদগাহ মাঠে নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। পরে আওয়ামী লীগের কর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ছাত্রদলের সমর্থক সুজাত মণ্ডল (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছে।