Web Analytics

শিবির সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন, ‘কুয়েটে অনশনে বসা ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই যে ভিসি তার চেয়ার পেয়েছেন, সেই চেয়ার নির্লজ্জের মতো আঁকড়ে ধরে শিক্ষাঙ্গনে এমন অস্থির পরিবেশ তৈরি করে রাখাটা অত্যন্ত দুঃখজনক। অচলাবস্থা নিরসনে ভিসির পদত্যাগ জরুরি। কুয়েটে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’ এর আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন।

Card image

নিউজ সোর্স

‘কুয়েট শিক্ষার্থীদের ক্ষতি হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।